Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
ডিজিটাল মেলা ই-সার্ভিস সার্ভিস শ্রেষ্ঠ পুরস্কার ২০১৭
বিস্তারিত

জেলা প্রশাসক, মাগুরা কর্তৃক আয়োজিত ডিজিটাল মেলা ২০১৮ গত ২২-২৪ ফেব্রুয়ারী ২০১৮খ্রি: তারিখে জেলা প্র্রশাসকের কার্যালয়ের মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। উক্ত ডিজিটাল মেঘের ৬৮টি টি দপ্তরের ভিতরে ই-সার্ভিস প্রদানকারী দপ্তর হিসাবে বিআরটিএ, মাগুরা সার্কেলকে মননিত করেন এবং সেষ্ট ই-সেবা প্রদানকারী দপ্তর হিসাবে বিআরটিএ, মাগুরাকে শ্রেষ্ঠ পুরস্কার প্রদান করেন। রাজধানীর কম্পিউটার সিটি সেন্টারে পাঁচজনের জন্য ডিজিটাল লিটারেসি ফর সবার" নামের একটি স্লোগান দিয়ে পাঁচ দিনের দীর্ঘ ডিজিটাল আইসিটি মে -1018 চালু করেছে। কম্পিউটার সিটি সেন্টারের মালিকদের সংগঠন আইটি সেক্টরের অর্থনৈতিক সম্ভাবনাকে আনলক করার লক্ষ্যমাত্রা পালন করছে।প্রধান অতিথির বক্তব্যে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার মেলা উদ্বোধন করেন। প্রায় 650 দোকান মালিক এবং কম্পিউটার ব্র্যান্ডগুলি মেলায় অংশগ্রহণ করছে বিশেষ অফারগুলি যা সমস্ত বয়সের লোকেদের আকৃষ্ট করছে।মেলাটি শিশুদের, সাংস্কৃতিক অনুষ্ঠান, গেমিং জোন এবং রেফেল ড্র এর জন্য শিল্প প্রতিযোগিতা প্রদর্শন করে। এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী, এফবিসিসি প্রেসিডেন্ট মো। শফিউল ইসলাম, আওয়ামী লীগসভাপতি অধ্যাপক ড। সিটি করপোরেশনের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, বাংলাদেশ কম্পিউটার সমিতির  সভাপতি আলী আশফাক, বাংলাদেশ ডকান মালিক সমিতির সভাপতি মো।